Posts

মিথ্যা কথা বললে ইবাদত, দোয়া কবুল হয় কিনা?উত্তরঃমিথ্যা বলার ফলে দোয়া ও ইবাদত কবুল না হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। কেননা, রোজা নামক গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْل فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُযে রোজাদার মিথ্যা এবং নিজের আমলের ভেজাল ছাড়ে না, আল্লাহ তাআলার তার ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকার কোন প্রয়োজন নেই।অপর হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,يُطبَعُ المؤمِنُ على كلِّ شيءٍ إلا الخيانَةَ والكذِبَমুমিনের মধ্যে আর যা-ই থাকুক খেয়ানত ও মিথ্যা থাকতে পারে না। (মুসনাদে আহমদ ২২১৭০)আল্লাহ আমাদেরকে সকলপ্রকার মিথ্যা থেকে দুরে থাকার তৌফিক দান করুন, আমিন।

Image

আবূ সাঈদ খুদরী (রাদিয়াল্লাহু আ'নহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "নিশ্চয় শয়তান বলেছে, 'আপনার ইযযতের কসম হে রব! আমি তোমার বান্দাদিগকে অবিরামভাবে ভ্রষ্ট করতে থাকব, যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে তাদের প্রাণ অবশিষ্ট থাকবে।' রব বলেছেন, 'আর আমার ইযযত ও প্রতাপের কসম! আমি অবিরামভাবে তাদেরকে ক্ষমা করতে থাকব, যতক্ষণ তারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে।"--[আহমাদ ১১২৩৭, হাকেম ৭৬৭২]

"কোনো মানুষ জানেই না! আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জুড়ানো কি বস্তু লুকিয়ে রেখেছি!" (সুবাহানাল্লাহ) ~[সুরা আয সাজদাঃ১৭]

Image

very nice

Image

আসসালামু আলাইকুম

good Night,

Image