মিথ্যা কথা বললে ইবাদত, দোয়া কবুল হয় কিনা?উত্তরঃমিথ্যা বলার ফলে দোয়া ও ইবাদত কবুল না হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। কেননা, রোজা নামক গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْل فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُযে রোজাদার মিথ্যা এবং নিজের আমলের ভেজাল ছাড়ে না, আল্লাহ তাআলার তার ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকার কোন প্রয়োজন নেই।অপর হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,يُطبَعُ المؤمِنُ على كلِّ شيءٍ إلا الخيانَةَ والكذِبَমুমিনের মধ্যে আর যা-ই থাকুক খেয়ানত ও মিথ্যা থাকতে পারে না। (মুসনাদে আহমদ ২২১৭০)আল্লাহ আমাদেরকে সকলপ্রকার মিথ্যা থেকে দুরে থাকার তৌফিক দান করুন, আমিন।

Comments

Popular posts from this blog